বিদায়ের ক্ষণে,
           কত স্মৃতি পড়ে মনে।


কেটে গেছে কত ক্ষণ
মাস, বছর ও বেলা,
ছাত্রাবাস জীবনে সবাই মিলে
খেলেছি ক্রিকেট খেলা।


আনন্দ-উচ্ছ্বাসে, দুঃখে-সুখে
থেকেছি  একসাথে,
শত নিয়মে বন্দী থেকে-
মিটিং হয়েছে রাতে।


পেয়েছি আমি বড় ভাইদের
  মিষ্টি আদর-শাসন,
ছোট ভাইয়েরা দিয়েছে আমায়
  ভালোবাসার আসন।


আজ থেকে এই জীবন
হারাবে প্রকৃত সুখ,
অচেনা হয়ে যাবে
  কত প্রিয় মুখ।


এই ভুবনে কোন কিছুই
   চিরস্থায়ী নয়,
কালের যাত্রায় তাইতো সবার
  বিদায় নিতে হয়।


ছেড়ে যেতে হচ্ছে তোমাদের
তাই কাঁদছে আঁখি-হৃদয়,
বেজে উঠেছে বিদায়ের সুর
বিদায় ভাই-বন্ধু বিদায়।