যতই হচ্ছি বড়;
হাজারো চিন্তা-ভাবনা এসে-
                   হচ্ছে জড়সড়।


জীবন পাতা লাগছে আমার
শুধুই যেন শূন্য,
ক্রমশ কমে যাচ্ছে আয়ু
করতে হবে পুণ্য।


আধুনিকতার এই সমাজে-
আমি যেন বড্ড বেমানান,
ছোট্টবেলা আজ শুধুই অতীত
তবুও হয়ে আছে অম্লান।


কাব্যগ্রন্থ:স্মৃতির ডায়েরি।