আমাদের গায়ে আছে এক ছেলে
কন্ঠে যার কথা কভু নাহি মেলে ।
শুধু ঊহ্য ধ্বনি ক্ষুদ্র থলের জলে ,
বলে অ্যাঁ অ্যাঁ বাক্য ভাষার বদলে।


শোনে শত শত কথা      চর্চা করে নিরবতা
               বোঝে কিনা কে জানে !
চেঁচিয়ে চেঁচিয়ে        দু'ক্রোশ পেরিয়ে ,  
          খেলার মাঠে আঘাত হানে ।
বল পেলে হাতে        হাসি ফোটে দাঁতে ,
             ছুঁড়ে মারে অন্যখানে ।  
ওরা ওকে ধরে যদি      সাবধানে দেয় বদি !
              ভয়-ডর নেই তার পরানে !
  ছোটদের দলে ঢোকে     অবহেলা করে ওকে
               যেতে বলে ঘাস বাগানে ।
বদি=প্রহার


' সহমর্মিতার সংবেদন '