কি লাভ বলো এ ধরায়
টাকার পাহাড় গড়ে?
কি লাভ এ বসুন্ধরায়
দালান উঁচু করে?
কি লাভ বলো এ দুনিয়ায়
চিরশান্তিতে থেকে!


যদি কবরে হয় অশান্তি,
যদি ধেয়ে আসে দোযখের বহ্নি,
যদি পেরুতে না পারি পুলসিরাতের পন্থ।
যদি জায়গা না পাই আরশের নিম্নস্থ।
তবে কেন আমি দুনিয়ার শান্তিতে হব শান্ত।
পরকালের আশায় কাজ করবো অবিশ্রান্ত।