গত জীবনে যা হারিয়ে গেছে তা পাবার আশায়
কত সকাল বিকেল কাটিয়ে দেই রুদ্ধ ঘরের কোনে
সুগন্ধি রুম স্প্রে র গন্ধে, নিঃস্বাস আটকে যেতে চায়
দৌড়ে গিয়ে ঝুল বারান্দার দরজা খুলি
একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে যায় আমার উত্তাল শরীর |


পৃথিবীতে সন্ধ্যা নামে
দূরের প্রান্তরের ওপারে দাঁড়িয়ে থাকা বৃক্ষে
নীড়ে ফেরা বলাকার কলতান ভেসে আসে কানে,
উদাস মন বাউল হয়ে ঘোরে তোমার মনের আঙিনায়
সেই আঙিনার দিগন্তে, যেমন করে দূর আকাশ তোমার মাটি ছুঁয়ে যায়
তেমন করেই আমার মাংসল শরীর
শাঁখের নরম চলন অঙ্গের মতো লেপ্টে দিতে চায় তোমার শরীরের মালভুমি
একরাশ অশ্রদ্ধা নিয়ে অকেজো দেহের মাঝে চুপটি লুকিয়ে থাকে
তোমার হাতে নতুন করে গড়া আমার সবুজ মন,
তোমার গোপন গন্ধে আবার অকৃত্রিম হতে চায় সেই নষ্ট মন,
সেই গন্ধে ভরিয়ে দিও আমায় |


যদি কোনোদিন আমি হারিয়ে যাই
তোমার চোখের কাজলে আমার ভালোবাসার পাণ্ডুলিপি লিখে যেও দৈনিক
পৃথিবীর অন্তরালে, তোমার মনের ঘরে যে প্রেমের প্রদীপ জ্বালিয়েছিলাম,
তোমার স্মৃতির আঁচল দিয়ে আগলে রেখো তার শিখা
সেই মৃদু আলোর পরশে, আমার ভালোবাসা চৈতালি হয়ে ভাসবে গোপনে
আমায় বাঁচিয়ে রেখো তুমি |