আঘাতে আঘাতে হটাৎ জীবন জেগে উঠবে যেদিন,
যেদিন আমি মুনুষ্যত্বের রাজনীতি খেলা শিখে যাবো,
সেদিন আমায় নিয়ে কারো কোনো ঝামেলা থাকবে না,
হয়তো সেদিন আমি হারাবো আমার স্বত্তা,
আর তুমি হারাবে আমার তৈরি নিজেকে,
আমার চোখের জল সেদিন অভিমানী অশ্রু হবে না,
তা শুধু মনুষ্যত্বের দৃষ্টিকে ঝাপসা করে দিয়ে,
কৃত্তিম আতস কাঁচ হয়ে প্রকৃত দুরের জিনিসকে কাছে দেখতে শেখাবে,
সেদিন আমি বাকি পৃথিবীর সাথে অনায়াসে মিশে যাবো,
বাইস্কোপের ফ্রেমে রঙিন হয়ে ঘুরবো,
জীবনের রঙ্গ মঞ্চ অনেক খাটো করে নেব ছোট্ট একটি বদ্ধ বাক্সে ।