সকালের সোনা রোদ্দুর আর
বিকেলের গোধূলীর রঙ চিরকাল ছুয়ে যাবে তোমাকে আমাকে,
এই দুই ভালোলাগার সৃষ্টি দুরকম হলেও
তফাতটা থেকেই যাবে সোনা রোদ্দুরের আগমন আর তার বিদায়ের গন্ধে ।
আমি যখন তন্দ্রাহীন রাতে, আমার উষ্ণ রক্ত, একাকী বক্ষ
আরও নরম কিছুর সান্নিধ্য পেতে চায়,
তুমি তখন গোধূলীর রঙে নিজেকে রাঙিয়ে
বিদায়ী স্রোতের ভেলায় বাপ্তিহীন আকাশে ।