চোখের বিছানায় ঘুমের ঘুমহীনতা |
বেদরদী ভালোবাসায় মাদল কলি ফুল হতে চায় ওদিকে, মাটিতে |
মাটির কলসি ভেবে, নিয়ে দূরে উড়ে ডানা পঙ্গু ,
হৃদয় সিক্ত করাতে কলসির জল গরল দেখি,
কলসিকে ঝর্ণা বানাতে গিয়ে ভালোমানুষ ঠোঁটে খুব রক্ত, অসহ্য ব্যাথা |  
রক্তিম ঠোঁট নিয়ে হারানো ডানা খুঁজতে গেলে,
উদ্দাম রথে চড়ে বিহঙ্গ মন অপবিত্র হয়,
সে নাকি দুঃখ বিলাসিতা, সূর্যের কাছে....মেঘলা দিনে |