সম্পর্ক শুধুই কি জিন এর পেঁচানো
adenine, thymine and guanine cytosine base এ সীমাবদ্ধ?
সম্পর্কের ব্যাপ্তি সত্যি ই অপরিসীম, সে কোনো কিছুরই বাঁধা মানে না।
কিছু সম্পর্ক তাই হিসাব না মেনে খোলা আকাশে নিয়ে যায় |
কিন্তু অসম্পৃক্ত রক্তের সমীকরণ মিলে গেলে,
মিলনের স্বাসরোধী শক্তি কাউকেই ব্যাথা দিতে ছাড়ে না |
তাই পৃথিবীর যোগ বিয়োগে ব্যাথা পেতে নেই,
শুধু রোজ আরসিতে বসে নিজের কলঙ্ক ঢাকি,
কবে পৃথিবীর যোগ্য করবো নিজেকে?
খুব ভালো লাগলো ৷ ভালো থাকুন ৷
অসাধারন. খুব ভালো লাগলো প্রিয় কবি শুভেচ্ছা রইলো
আগামীর ধন্যবাদ,
মানুষের সম্পর্কের হিসাব নিকাশ নিয়ে
অনবদ্য ভাব্নার কাব্য
সত্যিই সম্পর্কের জিনের তথ্য অসাধারণ ।
অজস্র শু্ভেচ্ছা ও শু্ভকামনা রইল প্রিয় কবি ।
অসামান্য.
সুন্দর কাব্য রচনা করেছেন সম্মানিত কবি।
খুব ভালো লাগলো।
আন্তরিক শুভেচ্ছা সাথে প্রাণভরা ভালোবাসা রইল।
করোনাময় দুর্যোগে নিজ দায়িত্বে স্বপরিবারে ভালো থাকবেন সুপ্রিয়।
অনন্য কাব্য । মানবিকতা পূর্ণ ।
অনেক শুভেচ্ছা রইলো কবি ।
সাবধানে থাকুন ।
শুভ সন্ধ্যা ।
খুবই ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
শেষ দুলাইন
তুলনাহীন।
চরে বেড়াই
নুড়ি কুড়াই।
মানবিক ভাবনায় দীপ্ত কাব্য কতকথা। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
আত্মসংশোধনের কথা।সুন্দর কবিতা ।শুভেচ্ছা জানবেন।
সম্পর্কের রসায়ন ঠিক রাখতে-
লাগে ভালবাসা; যত্ন; সম্মান; বিশ্বাস
তবেই তো আসুক না কেন যতই বাধা জীবনে-
সম্পর্কের রসায়ন কখনো যাবে না ভেঙ্গে!