ব্রম্মান্ড সৃষ্টির প্রাক্কালে অপকেন্দ্র বল জন্ম নিয়েছিল |
গ্রহ নক্ষত্রের আকর্ষণ ছিল বলেই
নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা আজ বিরাজমান |
কারণ তারা একে অপরের ধংসাত্বকতাকেই শুধু খুঁজেছিলো
কেন্দ্রীভূত হয়নি বৃহৎ লক্ষে, হাজার কোটি মহাজাগতিক বছর অতিক্রান্ত আজ |
একই পথে বিরামহীন পুরোনো ঘূর্ণন |
নতুন হতে তাই ধ্বংস খোঁজে ব্রম্মান্ড |
পৃথিবীর ঘূর্ণন একদিন আমারও  শরীর হতে মাংসল অনুভূতি গুলো
অপকেন্দ্র বলে দূরে নিতে চেয়েছিলো |
মানুষ হওয়ার প্রায়শ্চিত্ত করতে গিয়ে
একাকী মরিয়া হয়ে,
তারই কেন্দ্রিকরণের বৃথা চেষ্টা বারংবার |
হায়রে অদৃষ্ট, নতুন হওয়া আর হলোনা,
পুরোনো স্তূপীকৃত ভাবনার মাঝে
লাঞ্ছনার সঞ্চয়জাত পর্বতের সুচাগ্র শিখরে দাঁড়াতে গিয়ে
রক্তাক্ত পদযুগলএর স্থানান্তরণ প্রতিনিয়ত
শুধুমাত্র কারণ
জীবনী শক্তি বাঁচিয়ে রাখা |