সময়ের অপচয় ই চিরকাল নির্ভুল হয় |
জীবনে প্রথম, সেই সকাল থেকে ছ ঘন্টার ও বেশি অপচয় হলো |
কিন্তু কি আশ্চর্য দেখো, আমার ক্ষুদা এতটুকু ও বাড়লো না,
শুধু আঁখিতে আঁখিতে তনুভূত জল, জানান দিয়ে গেলো,
আমি না কি ক্লান্ত |
তাই নির্বিকার আমি বাকহীন, পাছে যদি সে বিক্ষুব্ধ হয়,
তবুও অনেক পরে কিছু জল যদি তার দেহে আসে,
আমার দেহের রন্ধ্রে রন্ধ্রে প্রাণ স্পন্দনের পুলক শিহরন হবে তাতেই |