আমার এক জীবনের এক আঙিনায়
দ্বৈত জীবনের দুই রাশ প্রেম দিয়েছিলে তুমি,
পরজন্মের সুখ তাই এই জন্মের হাতের মুঠোয়,
আঙিনার প্রশস্ততা আজ শঙ্কা আনে মনে
দূরে যেতে ভয় হয় |
তোমার ভালোবাসার আঁচলের তরঙ্গে
শরীরকে হালকা করে ভাসিয়ে নেই,
নয়ন ভরে দেখেও, দেখার শেষ হয় না,
আর সেই বিরামহীন দৃষ্টিশক্তি জোগাতে গিয়ে
জীবনের আয়ু বেড়েচলে |
অসধারণ কাব্য,অনেক গুরুত্ব বহন করে
অমর হয়ে থাক।
অপূর্ব। খুব সুন্দর কাব্য লিখেছেন সম্মানিত কবি। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। পরিবার পরিজন নিয়ে নিরাপদ এবং ভালো থাকুন
অপূর্ব প্রেমকাব্য। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
দারুন প্রেমের কবিতা ।