বন্যপ্রাণী প্রাণী সুন্দর বনে,
শিশুরা মাতৃক্রোড়ে,
প্রেমময় মন সুন্দর স্বপ্নে ।
তাই শিশুকালের স্বপ্ন ব্যারাম
আজ যৌবনের এন্টিবাইয়োটিক ।
হটাৎ সারা শরীর তাই রোগমুক্ত, রোগ প্রতিরোদ্ধ,
মুক্ত, অবাধ মন, প্রাণ দিয়ে গড়েছিল বিশাল প্রাসাদ,
শুধু তোমার ই জন্য
স্বপ্নে পাওয়া সব কিছুই তো সস্তার পণ্য হয়
তোমায় সন্মান করবো বলে চতুর সওদাগরের মানদণ্ড ভেঙে ফেলেছি আজ
তবুও কেন সহস্র হাতের পরখে, ক্ষত বিক্ষত বেজায় বিবর্ণ ত্বক বার বার বিবস্ত্র করো তুমি?
হেলায় বিকোনোর ভয়ে, স্বপ্নের সেই পোড়ো প্রাসাদের কোণে
বিক্রয়কর ফাঁকি দেয় আমার মন ।
এতে আমার সুবর্ণরেখা, আমার অপবিত্র মনকে অপরাধী ভেবে,
আমাকে উপহাস করে মাঝে মাঝে ।
সে তো আমায় অনেক দিয়েছে,
আজ তাই অপরিশোধিত লবণের ফেট্টি ভিক্ষা চাই,
যাতে অসহ্য যন্ত্রণার শঙ্কায়, আঁখিজল প্রাণ হারায় অক্ষিকোঠরেই ।