শেষ যুদ্ধের পর, পৃথিবী শুন্য মনে হয়,
সর্বহারা মানুষ গুলো, দিনের মুখ দেখে না কতকাল,
তারপর এক সকালে মনে হয়,
এবারই বাঁচবো প্রাণ ভরে, ছলনার এই বুঝি শেষ |
তারপর আবার একদিন সেই যুদ্ধ,
কিন্তু পৃথিবী তো সর্বহারা, যুদ্ধের অস্ত্র মেলা ভার,
তৃতীয় যুদ্ধের খবর দিতে পারব না,
তবে চতুর্থ বিশ্বযুদ্ধের খবর আমি জানি,
যা শুধু ভালোবাসা লাভের রণাঙ্গন,
তাই আমি আবার প্রস্তর যুগে থেমে গেলাম
যার জন্য হৃদয় আজ পাথর,
সে কি পাষান হৃদয়ের হদিস জানবে কোনোদিন?
asadharan. vasha nei. bhalo thakun.
তাই যেন হয় প্রিয় কবি। দারুন সুন্দর লিখেছেন। হার্দিক শুভকামনা রইল।
সত্যি... হৃদয় স্পর্শ করে গেলো।
অসামান্য সুন্দর লিখেছেন সম্মানিত কবি।