একটি অতি সুন্দর ফুলের তোড়া
একদিন এঘর ওঘরের দামি ফুলদানীতে শোভা পেতো
ভালোবাসায়, ফুলগুলি মনোরম গন্ধ বিলাতো নিজেকে উজাড় করে,
রঙিন ফুল, তার দেহখানি ফুলদানিতে রেখে, মনে প্রজাপতির ডানা ধার নিয়ে,
উদ্বেলিত জীবন তরঙ্গে মনের মতো করে ভেসে বেড়াতো সেদিন |


বহুবার ব্যবহারের পর সেই ফুলটি আজ বর্জিত নোংরা, এক আস্তাকুড়ের |
কুঁচকে যাওয়া পাপড়িগুলো শুধুই শুস্ক,
বিবর্ণ, আর তার উদগ্র গন্ধে, নাক মুখ ঢাকে মানুষ |


এক প্রাজ্ঞ মানুষের অত্যুষ্ণ পরশে,
ভঙ্গুর পাপড়িগুলো আরো ভঙ্গুর হওয়ার শঙ্কায় যখন সেই মৃতপ্রায় ফুলটি,
জীবন জোয়ার এসে, করুনা ধারায় সিক্ত হলো সে,
বহু দামি ফুলদানিতে চরম ঘৃণা নিয়ে,
সেই ফুলটি আজ আরো আকর্ষক
সে তার বাকি জীবন কাটাবে মানুষটির বক্ষের চির উষ্ণ উপত্যকায়,
লুক্কায়িত জীবনের গভীর সমারোহে |