গত রজনীর অশ্রূ-তিমির কারাগারের লৌহকপাট ভেঙে,
আমার মনের অন্দর মহলে কি করে একটু একটু দখল নেয়,
শুভ্রাসিক্ত জোসৎনার তন্ময়,
তা নতুন করে শেখা, তোমার নরম বুকে মাথা রেখে,
তোমার কাশফুল-সম কোমল মধুদ্বার ঠেলে, মধু সিক্ত ওষ্ঠ নিয়ে |


আমার চির-অমাবস্যার আকাশে,
এক নতুন উচ্ছাসিত পূর্ণিমা |
আমার কমলিনী,
আমার পঞ্চ ইন্দ্রিয়-ধারিণী সিন্দুক,
উদ্বেলিত নন্দিনী-আঁখির ঝলকে ঝলকে
মুক্তোর রামধনু ছটা উপচে পড়ছে
যেন আমার হিয়ার উপবনে,
তাই আমি মধুর কুজন-বেলায় আজ |
সেই অসীম কলতান থেকে এক ক্ষুদ্র কণার ন্যায়,
শত, সহস্র চুম্বন আর আদর নিয়ে
তোমায় দিলাম, গ্রহণ কোরো তুমি তা |