ধূমকেতু সম, এসেছিলে মম চিত্তে
ঝলকেতে আসি, অবিরাম হাসি আমার জীবন বৃত্তে ।
পলকেতে ছাড়ি, নিজ ঘরবাড়ি, ভুলিয়া তোমার ললনা
বুঝি অবশেষে, আজ দুঃখে ক্লেশে, সে ছিল তোমার চলনা ।
বুঝিনি সেদিন, পৃথিবীর ঋণ, শুধু বোঝে বেচা কেনা
আজ তাই রোষে, সেই নিজ বেসে, রচি জীবনের দেনা ।
বহুকাল পরে, তোমার আখরে, যদি পুনঃ গড়ি মোরে যতনে
তুমি সে কি রবে, সেই কলরবে, ফিরিবে সেদিন স্বপনে ।
একা গৃহে বসে, আঁখি জলে ভেসে,আজ ঠাঁই খুঁজি তব
বারে বারে এসে, তুষাতুর শেষে, শুধু ব্যাথা পাই নব ।
তাই মনে ভাবি, আপন হওয়ার চাবি, খোয়া গেছে মোর ঘটে
মহারানী হয়ে, যেও ভুলে মোরে, আমি হবো সুখী বটে ।