আমার বুকের ছাতি উত্তেলিত দীর্ঘশ্বাসকে,
এতদিন সান্তনা দিতো আমার কল্পনার লেলিহান শিখা |
সেই উত্তাপে সারা গায়ে ফোস্কা পড়ে শরীর শুস্ক, অসহ্য যন্ত্রনা,
হঠাৎ শীতলতা এলে, ফোস্কার আবরণে অনিয়মিত সংকোচন ঘটে |
ফোস্কা ফেটে সেই জল দিয়ে যায়,
সারা শরীরে শেষ বারের মতো শীতল কলঙ্কের স্রোত |
বিবর্ণ ত্বকে নিজের কুৎসিত রূপ অনুধাবন করি,
আর সেই অযাচিত জলের উৎস সন্ধানে আমি পাগল প্রাণ যখন,
হটাৎ তোমার শরীরের সবচেয়ে লোমশ আর তুলতুলে চামর,
বুলিয়ে দিয়ে যায় আমার দগ্ধ শরীর |
আমার কুৎসিত ত্বকে ঘৃণা লাগলো না তোমার?
তোমার পায়ে পা ফেলে, পথ হারানোর ভয় কেটেছে আজ,
আমি কোনো দোষ করলে, মেরে ফেলে মুক্তি দিও আমায়,
ক্ষমা করে কারারুদ্ধ কোরো না কোনদিন |