আমার হিয়ার সুর বেঁধেছি, তোমার বীনার তারে
সেই বিনা তাই বেসুর হলে, চিত্ত আমার ব্যাথায় ঢলে
সকল গীতি বিকায় হেলায়, বিষাদ সুরে ভরে |


তোমার ঘন কালো কেশে, পাই যে মনের অম্বর  
হটাৎ কখন এক নিমেষে, বারি ধারায় ভিজি শেষে
রামধনু তাই ছড়ায় ছটা, রঙিন আমার অন্তর |


তোমার মধুর কণ্ঠ যখন, ছড়ায় আমার ঝংকার  
আমার সকল স্বরলিপি, তোমার মনের খাতায় লিখি
রইবো বেঁচে তোমার মনে, সেই তো আমার অহংকার |


সকল আমার পরাগ রেনু, হবে যেদিন বিলীন
সেদিন তুমি ভ্রমর হয়ে, স্বপ্ন দেখো গুনগুনিয়ে
জানি আমার সকল আশা, পাবে যে এক নতুন দিশা, হবে না কো মলিন |