যে ছেলেটি ঘরের সাথে কথা বলতো,
যে ছেলেটি কথা বলতো রাস্তার সাথে,
যে গলা ছেড়ে গান গাইতো ইট কাঠ বালি ধুলিকণাকে শ্রোতা ভেবে,
ভিখ পেতে পেতে সে একদিন রাজা হয়ে উঠেছিল তার মনের কাছে,
মিথ্যে স্বপ্নে যেমন মনে তুফান ওঠে,
সব কিছু তছনছ করে বিদ্ধংসী হয়,
সেই স্বপ্ন দেখার দোষে দোষী আমি আজ,
মনে হচ্ছে জেল হবে,
কতদিন ছুতে পাবো না তোমাকে |