আকাশ নীড়ের গর্জিত মেঘ বৃষ্টি হয়ে ঝরে গেলে,
সব শান্ত হয় |
মৃত্তিকা সুজলা সুফলা আজ |
সব কিছুর কল্লোল হারিয়ে গেলে,
মহাজীবনের জৈবিক সূচনা, খুব সহজেই,
দ্রুত উপসংহার হয়ে কড়া নাড়ে হটাৎ |
ঠিক তখন ই আমার মনের যুদ্ধের দামামা বেজে ওঠে,
আমার পলাতক হাত,
খুঁজে পায় কলি যুগের গোপন অস্ত্র |
সেই বানেই শেষ হয়ে জীবনের কুরুক্ষেত্র |
আমার হস্তিনা নগরে, অজ্ঞাতবাস শেষে,
ভালোবাসার অশ্ব, সারথি পেলো তোমায় আজ |
চমৎকার পরিবেশন নৈপুণ্যে মুগ্ধ হলাম।
জীবনের অর্থবহ ভাষাসমৃদ্ধ কাব্যে থাকল অসংখ্য
ভালোলাগা।
শুমেচ্ছা অফুরান।
whats app numbr 01749344237
খুব সুন্দর কবিতা।
অনন্য অনুভূতির অনবদ্য প্রকাশ। মুগ্ধতা কবিতায় একরাশ। ভালো থাকবেন প্রিয় কবি।
অপূর্ব সুন্দর লিখেছেন প্রিয় কবি। শুভকামনা নিরন্তর।