আকাশ নীড়ের গর্জিত মেঘ বৃষ্টি হয়ে ঝরে গেলে,
সব শান্ত হয় |
মৃত্তিকা সুজলা সুফলা আজ |
সব কিছুর কল্লোল হারিয়ে গেলে,
মহাজীবনের জৈবিক সূচনা, খুব সহজেই,
দ্রুত উপসংহার হয়ে কড়া নাড়ে হটাৎ |
ঠিক তখন ই আমার মনের যুদ্ধের দামামা বেজে ওঠে,
আমার পলাতক হাত,
খুঁজে পায় কলি যুগের গোপন অস্ত্র |
সেই বানেই শেষ হয়ে জীবনের কুরুক্ষেত্র |
আমার হস্তিনা নগরে, অজ্ঞাতবাস শেষে,
ভালোবাসার অশ্ব, সারথি পেলো তোমায় আজ |