কৃত্রিমতার বিষবাষ্পে ভরে গেছে পৃথিবীর হৃদয়,
মনের গোপন কোঠরে লুকিয়েছিল যতটুকু শেষ প্রেম, তাও গেছে ফুরিয়ে |
মানুষ মেতে গেছে শুধু হানাহানির লড়াইয়ে |
এই ভূখণ্ডে, সম্পর্কের ঠিকানা খোঁজা তাই বড়োই দায়,
শরীরের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আজ বিষধর ছোবলে ভাইরাস এর মতো জড়ো,
শুধু প্রতিলিপি গঠনের ক্ষমতাই সুপ্ত |
তাই প্রাণ প্রথিষ্টার নামে চলছে গোপন সুড়ঙ্গ খোঁজার কাজ |
স্বার্থানেষী পিপীলিকাভুক সমূহ,
ভালোবাসার দরজা দিয়ে হৃদয় হরণের ছলনায় শুধুই পচনশীল ক্ষতের সৃষ্টি করে |
ভালো মানুষগুলো প্রজাপতির কাছে ডানা ধার চাইতে গেলে,
বাকি পৃথিবী পতঙ্গভুক হয়ে সামনে আসে,
ভয় আর ঘেন্না হয় রঙিন ফুল দেখলে |
রুক্ষ মাঠ-ঘাটের চেয়ে, নীল সমুদ্র তো আরো বেশি ঝুঁকিপূর্ণ |
কিন্তু তবুও সেই আকাশ আদুরে হয়ে দ্রুত সমুদ্রবক্ষেই মেশে |
এসব নাটকের মাঝে, জীবনের পড়ন্ত বেলায়, জখম মন নিয়ে, সত্যিই বিমর্ষ আমি.....|