একাধিক অগ্নি পরীক্ষার বারংবার সংঘাতে ক্লান্ত আমি,
তোমার গায়ের গন্ধ, আজ আমার আর অন্ধকার মুছে দেয় না,
ফুল ফোটে নিয়ম মেনে, মধুও রয়, শুধু হৃদয় রাঙায় না,
প্রতি পূর্ণিমার রাতে জেগে বসে থাকি,
রাত শেষের কোজাগরীর আকাশ বুঝি শিউলি ফুলের সুবাস আনবে,
সেই চেনা স্বাদ, টক ঝাল মিষ্টি,
শুধু রঙ টাই নেই ।
ভারি সুন্দর বিরহ প্রকাশ কাব্য কথায় । শুভকামনা নিরন্তর প্রিয় কবি।