তোমার শুণ্যতায়, আমি বায়ুমণ্ডল হীন,
পারিপার্সিকের শীতল বাতাস ভরাট করতে চায় আমাকে,
তাই বসন্তের বিদায় বেলায়,
কাল বৈশাখি আমার মনে |
তার দমকা হাওয়া যেন,
আমার চৈত্রের চিতা ভস্মকে উড়িয়ে নিয়ে,
পৃথ্থির জ্বালাকে জুড়িয়ে দিয়ে,
নিরস মাটির বুকে
নতুন প্রানের সাড়া জাগায় |
সেই আশায়
ঝড়ের কোলে ঠাঁই রেখেছি আমি |
অসাধারণ লিখা!
ভালো লিখেছেন।ভালো লাগলো।
অনবদ্য।
Ode to the Wind Wind মনে পড়ায়।
শুভেচ্ছা রইলো।
প্রেম বিরহে অপূর্ব। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
বাহ্!
অনুভবে অনুপম।
শুভেচ্ছা রইল কবি।
ভালোলাগা রইলো কবিবর।
darun laglo.
দারুন!! সুন্দর কাব্য শৈলী সুপ্রিয় কবি
বন্ধুবর।আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রেখে
গেলাম। ভাল থাকবেন কবি। ধন্যবাদ।
প্রকৃতির কালবৈশাখী ঝড়-
আজ নয়তো কাল আসতে পারে তবে;
মানবহৃদয়ে প্রতিদিন কালবৈশাখী হয়-
ভালবাসার মানুষটি জীবন থেকে চলে গেলে।