তোমার শুণ্যতায়, আমি বায়ুমণ্ডল হীন,
পারিপার্সিকের শীতল বাতাস ভরাট করতে চায় আমাকে,
তাই বসন্তের বিদায় বেলায়,
কাল বৈশাখি আমার মনে |
তার দমকা হাওয়া যেন,
আমার চৈত্রের চিতা ভস্মকে উড়িয়ে নিয়ে,
পৃথ্থির জ্বালাকে জুড়িয়ে দিয়ে,
নিরস মাটির বুকে
নতুন প্রানের সাড়া জাগায় |
সেই আশায়
ঝড়ের কোলে ঠাঁই রেখেছি আমি |