কত দিন, কত অশ্রুসিক্ত রজনী পেরিয়ে
যখন সমস্ত প্রশ্নের উত্তর খুজে পেলাম,
পরদিন ভোরে উঠে দেখি
বিগত জীবনের প্রশ্নগুলোই হঠাৎ বদলে গেছে ।


জীবনের রূপান্তরে ক্লান্ত আমি,
ঠাঁই হয়নি শান্ত নীড়ে বা শীতল তরুছায়াতলে,
তোমার কোলে মাথা রেখেছি তাই ।
একাকী মেঠো পথে, গ্রীষ্মের প্রখর উত্তাপে
শ্রান্ত পথিক আমি,
জিভ আড়ষ্ট তীব্র শুস্কতায়,
তোমার লালা মিশ্রিত খাদ্যেই হবে
আমার পুনঃ গলাধঃকরণ,
প্রেমের আদ্রতা আনবে আমার শ্বাসনালিতে
এইবার আমি নিদ্রাসক্ত হবো তোমার ছোঁয়ায়
আমার সারা শরীর আচ্ছাদিত করুক তোমার পরশ-কাঁথা,
তাই গোপন লীনতাপ বিনিময় হয় প্রতিনিয়ত,
আর সেই তাপীয় সাম্যে
তোমার-আমার জীবন নদী ভরপুর কানায় কানায় ।