আমার বুকের বা দিকে আঁছড়েপড়া তোমার উষ্ণ নিঃস্বাস
একদিন আরো রোমাঞ্চিত করতো আমার প্রভাতী হিমের পরশ |
প্রতিটি পূর্ণাঙ্গ প্রাপ্তি দিনের মতো ছিল তোমার দেওয়া প্রতি মুহূর্ত
তোমার ছোট্ট ছোট্ট ভালোলাগা গুলো মিশে যেত
আমার রক্তের অতিরিক্ত শক্তি জোগাতে |

আমার সমস্ত না পাওয়া ছিল একদিকে, অন্যদিকে ছিলে তুমি |
ঝুল কালী মাখা এক অস্বচ্ছ আয়নাকে স্বচ্ছ বানিয়েছিলে মুহূর্তে |
সেই আরশিতে তোমার সব আঁকিবুকি যেভাবে
ফিদা হুসেনের আঁকা ছবি হয়ে প্রতিফলিত হতো,
সেই অনুভবের না পাওয়া আজ কি তোমায় কাঁদায় না ?


তবে কি আমি ই ছিলাম এক ভুল ?
মায়া রূপের কবলে |