হৃদপিণ্ডের স্পন্দন আজ চোরা পথে পারহয়ে নিলয়ের প্রাচীরে মিলিয়ে যায়,
শৈশবে শুনেছি সোজা পথ তথাকথিত গন্তব্বকে কাছে টেনে আনে,
কিন্তু আজ তোমার খোঁজে দূর দিগন্তে চলে যাই, ঘুরপথে
ক্রমাগত সরে যেতে থাকে,
সে তো আমার চলার রসদ মাত্র |
শেষমেস মনে হয় ঘুরপথই তো জীবনী শক্তি বাড়ায়,
সোজা পথে সারাজীবনটাই তো একটা tachycardia,
তাই কি আমার resting heart rate 120?