মাঝে মাঝে ভাবি
কলের যন্ত্র হলেই ভালো হতো
কেউ হাসালে হাসতাম, কাঁদালে কাঁদতাম
শিউলি ঝরা হিমের পরশ কোনোদিন ও ছুঁতো না আমায়,
মন আমাকে বার্তা পাঠাত না কোনো দিন ও
শুধু পৃথিবীর ব্যস্ত ঘূর্ণনে,
সারা শরীর আলোড়িত হতো মাত্র
হৃদয়ের আনাগোনার হিসাব নিতে হতো না
ভালোবাসা লুকিয়ে কাঁদতো না এভাবে
সে মৃত্যুঞ্জয়ী হতো |