মাঝে মাঝে ভাবি
কলের যন্ত্র হলেই ভালো হতো
কেউ হাসালে হাসতাম, কাঁদালে কাঁদতাম
শিউলি ঝরা হিমের পরশ কোনোদিন ও ছুঁতো না আমায়,
মন আমাকে বার্তা পাঠাত না কোনো দিন ও
শুধু পৃথিবীর ব্যস্ত ঘূর্ণনে,
সারা শরীর আলোড়িত হতো মাত্র
হৃদয়ের আনাগোনার হিসাব নিতে হতো না
ভালোবাসা লুকিয়ে কাঁদতো না এভাবে
সে মৃত্যুঞ্জয়ী হতো |
খুব সুন্দর কবিতা । ভাল থেক... দেখা হবে এক রক্তিম সকালের রদ্দুরে।
চমৎকার! অভিনন্দন, সম্মানিত কবি।
দারুণ! খুব সুন্দর লিখেছেন সম্মানিত কবি!
অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনার জন্য। নিজগুণে সর্বদা নিরাপদ থাকুন ।।
অনুভবের কবিতা। ভালো লাগলো ভীষণ। শুভেচ্ছা অনন্ত। ভালো থাকুন সপরিবারে।
মন আছে বলেই কাঁদি হাসি
যন্ত্র হলে তো নয়,
ভালোবাসার গাঙ্গে ডুব দিলে হবেই জয়
কে দেবে অভয়?
বড়ো ভালো লিখেছেন প্রিয় কবি। ভালো থাকবেন এই কঠিন সময়ে।
আপনার গীতি আলেখ্য শুনেছি। ভালো লেগেছে।
দারুন সুন্দর উপস্থাপনা। শুভকামনা অনন্ত প্রিয় কবি।
জী্বন নিয়ে অনন্ত সুন্দর অনুভূ্তির কাব্য ।
হৃদইয়ের কথাই বলেছে এখানে ।
শু্ভেচ্ছা, ভালবাসা ও শু্ভকামনা অশেষ ।
সু্স্থ ও সাবধা্নে থাকুন সদা ।
খুব ভালো লাগলো । হার্দিক শুভকামনা রেখে গেলাম প্রিয় কবি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অনুভবে অনুপম ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।ঘরে থাকুন সুস্থ থাকুন।
ভালো উপলব্ধি। । ঘরে থাকুন। ভালো থাকুন।সম্মানিত ও প্রিয় কবিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
অনন্য সুন্দর উপস্থাপনা।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন প্রিয় কবি।
চমৎকার উপস্থাপন কবিবর
চমৎকার লিখন। পাঠে মুগ্ধ হলাম। ভালো থাকবেন কবি।
এ কবিতাটি খুব ভালাে লাগলো!! কবিকে শুভেচ্ছা! ব্যস্ত (আকারটি বাদ হবে)
অপূর্ব সুন্দর।। আপনার লেখনী মুগ্ধ করেছে। খুব ভালো থাকবেন।