সারা শরীরে যখন রাত নেমে আসে
আমার শরীরের শান্ত রক্ত স্রোতস্বিনী যখন খরস্রোতা হয়ে ওঠে
তখন তার অপেক্ষায়, চোখের ঘুম কোথায় যেন লুকোয় |
জানালায় চোখ পড়তেই দেখি,
ছোট্ট একটা চাঁদ, অতবড় আকাশটাকে জোছনা দিয়ে ছুঁয়ে ফেলেছে
এই ভাবে ঘুমহীন চোখে রাত পেরিয়ে ভোর হলে দেখি,
অত স্নিগ্ধ চাঁদখানা বড়ই ধূসর আকাশের বুকে,
আর আকাশ তাকে বহু দূরে ফেলে নীল রঙে সেজেছে |
প্রিয় কবি,
কি সাবলীল প্রকাশের মূর্ছনা আপনার প্রতিটি লাইনে।খুব সুন্দর। এ জীবন রূপের মহিমা আপনার কবিতায় উজাড় করে দিয়েছেন। অনেক শুভেচ্ছা জানালাম। খুব ভালো লাগলো। ভালো থাকবেন কবি-শিল্পী ভাই।
একটি চাঁদবার্তা
বাহ, চমৎকার। যে আলো স্পর্শ করে রাতের আকাশকে, তাই আবার অদৃশ্য হয় দিনের গ্রাসী বলয়ে। তীব্র আলো ম্রিয়মান আলোকে ধায়। নজরুলের সেই বিখ্যাত লাইন মনে পড়ে গেলো -
রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে।
আসলে সবই থাকে, ছোঁয়ার বাইরে।
ভালো থাকুন সিতাংশু, মেধাবী কবি।
সুন্দর কাব্য ভাবনা।
জীবনের সাথে মেলে, জীবনের উৎস প্রকৃতিই।
আন্তরিক শুভেচ্ছা রইল কবি।
সত্যিই চাঁদ আজ বড়ই ধুসর ...।শুভেচ্ছা অনন্ত।
অসাধারণ লেখনী
ভারি সুন্দর বিরহের কতকথা। শুভকামনা সতত প্রিয় কবি।
দারুন লেখনী!
অনেক অনেক শুভকামনা রইলো কবি 😍😍
চমৎকার ভাবনার প্রকাশ প্রিয় কবি শুভেচ্ছা রইল ভাল থাকুন ঘরে থাকুন
সুন্দর ভাবনার অসাধারন কাব্য
খুব ভালো লাগল বরেন্য প্রিয় কবি
ভালো থাকবেন সবাই ।
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।