আবেগ নিয়ে কি দেশ চলে?
দেশ চালাতে গেলে রাজনীতিক হতে হয় |
জীবনের তাপীয় সাম্যের আদান প্রদানের,
বড় বোঝা আজ আমরাই |
পৃথিবী করুন স্বরে কাতরায়
বলে আমার উষ্ণতা নিয়ে খেলো না,
আমার সব আবেগ যে তোমাদের নিয়ে,
আমার কাকুতি অবহেলায় ঢেকো না,
আমি পাগল হলে যে, আমার সৃষ্টি রহস্য আমায় পাগল বানাবে |
আজ এই ঝড় ঝঞ্ঝা, আম্ফান তো আমার তাপীয় অসাম্যের ফল
তোমাদের অবহেলা আমার সৃষ্ঠিকে প্রশ্নের মুখে প্রোথিত করে আজ,
আমি নিরুপায় ধরিত্রী রোজগেরে শঙ্কায় ভালোবাসি, পাগল হয়ে,
আমার তাই এই প্রকৃতি প্রেম তোমাদের ভালোবাসা ফেরাতে |
আমি জন্মের উৎস চিনেছি আজ নবরূপে,
মাতাপিতার যে আবেগে আমার জন্ম
সেই আবেগে আমি আবার বড় হবো,
সেই আবেগের ক্ষিপ্র বজ্র ঝলকানিতে আমার চোখে আঁধার নামুক
ওই আবেগের বজ্রপাতেই হোক আমার মৃত্যু
পুনঃ জনমের লোভে,
স্মিত হোক আমার মৃত্যু যন্ত্রনা |
খুব সুন্দর। মুগ্ধ হলাম।
অনিন্দ্য সুন্দর প্রকাশ। শুভকামনা সতত প্রিয় কবি।
অতি সুন্দর কাব্যিক প্রকাশ
শুভেচ্ছা নিরন্তর
সত্যিই দেশ চালাতে আবেগ নয়
দারুন প্রকাশ । শুভকামনা কামনা রইল প্রিয় কবি।
চমৎকার নিবেদন! খুব ভালো হয়েছে।
শ্রদ্ধার সাথে রেখে গেলাম একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা।
এই বৈশ্বিক দুর্যোগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বণে ভালো থাকবেন স্বপরিবারে এই প্রত্যাশা।
বেশ লিখেছেন কবি প্রিয়।
শুভেচ্ছা অফুরন্ত
"ওই আবেগের বজ্রপাতেই হোক আমার মৃত্যু
পুনঃ জনমের লোভে"--খুব সুন্দর!!
ভাল লাগল খুব।
ভাল থাকুন।
প্রকৃতির দিনের বেলাতেও যখন হৃদয় থাকে বিষণ্ণ-
তখন দিবালোকে নিশি ঝঞ্ঝা লাগে জীবনে।
অনুপম লেখা!
রূপকের আড়ালে জীবনমুখী কবিতা,
খুব ভালো লেগেছে।
অনেক অনেক শুভকামনা রইল কবি 😍😍