কেন এক নষ্ট অযাচিত মনের সাথে মালা গাঁথতে চাইছো?
একবুকে এত বিষধর যাতনা নিয়ে যে মানুষটা কফিনে যেতে চেয়েছিল,
তার অনন্তকালের যাত্রাপথে অবরোধ আনার দুঃসাহস শুধু তোমারই আছে।
শরীরের রোমাঞ্চিত রসের গহ্ববরে যে আজ শুধুই পটাশিয়াম সায়ানাইড ।
কি তোমার এন্টিভেনাম যে তুমি আমায় বাঁচালে?
তারই সুধা পানের খুদায় আজ আমার ঘুমহীন রাত তোমার বক্ষ যুগলে মাথা রাখে সদা,
সুখের খোঁজে তাই প্রেম বিকোই আজ ,
আমায় কি নষ্ট বলবে তোমরা?