সাজানো জীবন
একদিন বাঁচার তাগিদ ফিকে করে দিয়েছিল,
অনেক স্থির থেকেও
স্বপ্নের গোলাপগুলি ঝরে গেছিল শাখা প্রশাখা থেকে,
হটাৎ পাগল হয়ে দুলতে শিখেছিলাম,
নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছিলাম আমার শরীর,
সহস্র পাথরের পাশ কাটিয়ে নদীর তালে চলতে শিখেছিলাম,
নদীর পলিমাটিতে আমি আজ সুদৃঢ় মহীরুহ |


নদী তো তার নিজের ছন্দে বয়ে চলে,
চলাই নদীর ধর্ম,
দিনের শেষে নদী আমায় ডাকে,
আমার বাক হীনতায়, হটাৎ নদীর মাথা টিপ টিপ করে ওঠে,
আমি যে দূরের পাড়ে, সবাই জেগে,
তাই আমার গরম নিশ্বাস আজ নদীর বুকে উষ্ণতা আনে না,
রাতে নদী শান্ত হলে, বাতাস আমার বন্ধু হয়,
আমার গন্ধ বয়ে দিয়ে আসে নদীর বুকে,
দুহাত বাড়িয়ে ছুঁতে পারিনা নদীকে,
মন বাড়িয়ে ছুঁয়ে ফেলি নদীর বুক,
দুজনের মনের সখ্যতায় পেরিয়ে আসি আর একটা অলীক যৌন রাত |