তোমার শান্ত চোখের চাহুনিতে
চোখ রেখে স্বপ্নের সাগরে ভেসে যেতে চাই
তোমার কাছে তাই বারে বারে ধার চাই আমার হারানো স্বপ্নকে
পারবে আমার স্বপ্নকে ক্ষনিকের জন্য ফিরিয়ে দিতে ?


তোমার সব কিছুর সাথে মিশে যেতে চাই তাই
যদি কোনো নিষ্ঠুরতার ছোবলে হারিয়ে যাই কোনোদিন,
গোপনে আমায় বাঁচিয়ে রেখো তোমার হৃদয়ে
কোনো দিন ও আমায় হালকা হতে দিও না
তোমার ভালোবাসায় ভরিয়ে ভারী করে রেখো চিরকাল


সদা অতীত স্মরণে, বৃথাই বর্তমান টানি
তবে একথা সত্য, সেই মিছে বর্তমানের সারথি তুমি ই
সেই ই আমার জীবন মরূদদানের ক্ষনিকের বৃষ্টি, মেঘের ছায়া


মানুষের শরীর মাটির, একদিন ধুয়ে যাবে শেষের খেয়ার ঘাটে
মুছে যাবে না শুধু মধুর অনুভূতিগুলি
লোক মুখে অমর হয়ে ফিরে আসবে বার বার
পারলে আমার হাত দুটো একদিন জোরে ধরে তোমার হৃদয়ের কাছে সন্তর্পনে রেখো,
দেখবে তোমার ই সুরের অনুরণন


তাই তো তোমার আমার কথোপকথন সাজালেই হয় আজ এক সুন্দর কাব্য
নাই বা হলো হাতে হাত রেখে চলা,
নাই বা হলো তোমার বুকে সন্তর্পনে মাথা রাখা
তোমার প্রেমের প্রদীপে পুড়ে
কাজলদানির ছাই হয়ে ঠাঁই পেতে চাই মাত্র
তোমার চোখের কাজলে বেঁচে রব চিরকাল
সেই কাজল লুকিয়ে পরে নিও তুমি
আমার স্পর্শকাতরতায় আবেশে