সূর্যাস্তের আভা যখন নদীর কোলে মেশে,
সারাদিনের বিরামহীন বিকিরণের দিনান্ত বুকে নিয়ে
একটি দিনের হিসাবের খাতা খুলতেই,
সারা পৃথিবীর না-পাওয়ার বার্তায় দিকবিদিক জ্ঞানশুন্য রবি
শুধু নদীকেই শুধায়,
আমার ক্ষনিকের ভালোবাসায় তুমি যেমন নিজেকে রাঙিয়ে নাও
বাকিরা কেন পারে না তা ?
কাটা কাটা কথায় নদী উত্তর দেয়
আমি তো জীবনী শক্তি বাড়াতে তোমার সাথে প্রেম করিনি
জৈবিক হিসাবের পাশে, আছে আরো কিছু
যা চায় নারীর মন |