আজ অনেকদিন পর বৃষ্টি এলো,
হয়তো এই পৃথিবীর, ধ্বংসাত্মক মারণ জীবাণুগুলো ধুয়ে মুছে যাবে বলে,
আমার মনের পুরোনো ব্যাথাগুলো তেমন ই রয়ে গেল |


এখন মন আর ব্যাথার উপশম খোঁজে না
দিন গুলোকে ঝুপ করে ডিঙিয়ে ফেলি
রাতের কাছে আসবো বলে |
রাত ঘনিয়ে এলে স্বপ্ন পুরীর বাসিন্দা হই
প্রতি রাতের স্বপ্নকে তোমার হাতে সপি,
এ জীবনের বসন্তের অনুভূতিমালা পরবো বলে ।


মাদল বাদলের গন্ধে, যেমন চাতক বারি যাচে,
তেমনি আমি বন্ধ মনের লৌহকপাট খুলে দেই বারেবার,
শুধু ছলনার আঁধারে ঘেরা চারিধার দেখি
তাই শত ভ্রমণ শেষে বারেবারে ফিরে আসি তোমার ঘরে,
আকাশের মেঘ, বৃষ্টির উপসংহার দিয়ে তার রচনা শেষ করে
ঘরে ঘরে দ্বীপ জ্বলে ওঠে,
জোৎস্নার হাসি ধরা পড়ে বৃষ্টি ভেজা পাতায় পাতায়,
আমি তখন ভোরের নবকিরণ নিয়ে তোমার মনের আকাশে উদিত হই,
নিজের স্বত্বা বিকশিত হয় তোমার দেওয়া প্রভাতক্ষনে বারংবার |