আমার প্রেম অপরিসীম,
চাওয়াটা খুব অল্প
তাই তোমার হিসেবের খাতার খবর রাখবো না কোনোদিন ।
যেদিন আমাদের কথা থমকে যাবে,
এক আচমকা ধাক্কায়,
তোমার স্পর্শ না পেয়ে,
বেদনা যেদিন সঞ্চয়জাত পর্বত হয়ে উঠবে দুই মনের মাঝে
সেদিন তুমি পেয়ে যাবে তোমার ধ্রুপদী আকাশ |
বহু  বিগত আশাগুলো মেঘ হয়ে প্রতিবাত ঢালে বৃষ্টি হয়ে পড়বে,
আর আমি শুধু শুস্ক বায়ুপ্রবাহে
বৃথা রোমাঞ্চিত হবো, অনুবাত ঢালে বসে |
তোমার ঋণ এ আজ জর্জরিত ভাবি
কিন্তু আজ ও আমি শস্য শ্যামলা |
দিনের আলোর উষ্ণতা খোঁজোনি কোনদিন
শুধু প্রখরতাটুকুই অনুভব করেছিলে,
আমার ব্যাতিক্রমী ভালোবাসা দিন রাত বোঝে নি কখনো,
তাই আমি আজ এক বালির শরীর নিয়ে বাঁচি,
ক্ষনিকের সমুদ্র ফেনা ও আজ
ভেঙে দিয়ে যায় আমার মন,
সমুদ্র থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি তাই ।