বঙ্গোপসাগরের দমকা হাওয়া একদিন
তোমার ওড়না উড়িয়ে এনে মুখ ঢেকে দিয়েছিলো আমার
এ যেন জীবন রঙ্গ মঞ্চের চিত্র বদল পর্দা
তা ফিরিয়ে দিতেই,
খুশিতে ভিক্ষা স্বরূপ
ভুলে হয়তো মন দিয়ে ফেলেছিলে আমায়
বুঝিনি সেদিন, আমি তোমার কাছে, জীবন পথের এক ভিক্ষুক হয়ে ঠাঁই পাবো
কিন্তু ওই ক্ষনিকের নামাঙ্কন
তোমার দেওয়া কিছু স্মৃতি, মনে রয়েই যাবে
তুমি লুকিয়ে বিদায় নেবে, আমার ঔদ্ধত্ব থেকে বাঁচতে
আমি গোধূলির আলোতে লুকিয়ে খুঁজবো তোমায় অনেক দিন
তোমার ছাদের পাশের মহীরুহে বসা বলাকারা অট্টহাসবে আমার ক্রন্দনে
অবশেষে পথের মানুষ আমি, পথেই আশ্রয় নেবো আবার
শুধু তোমার অর্ধ প্রস্ফুটিত যে গোলাপকে, আমি মনের মতো করে ফুটিয়েছিলাম
তার পাপড়িগুলো ছিঁড়ে ফেলো সেদিন
ছড়িয়ে নিও তোমার বাকি ফুলসজ্জাগুলোতে