কবিতার নাম স্বপ্ননীল
শুভ্রনীল মন্ডল


এক একটা দিন কাটছে মোদের ঘরের কোণে বসে,
মাঝে মাঝে ছাদে ওঠা একটি দিনের শেষে |


দুপুর বেলা ঘুমের ঘোরে স্বপ্ন দেখি তাই,
বন্ধুরা মোর বলছে এসে খেলতে চলো ভাই |


স্বপ্ন শেষে ঘুম আবেশে চোখ খুলতেই দেখি,
আমি যে সেই ঘরেই আছি হলো মাগো একি |


আর যে মোদের ভাললাগে না ঘরের কোণে বসে,
কবে মা গো ঘুরবো মোরা মোদের সাধের দেশে |


জানলা পানে বসে দেখি রোদ বাদলের খেলা,
কবে মোরা পাবো ফিরে মোদের সাধের ভেলা |


পরম পিতার আশিস যেন বর্ষে মোদের ঘিরে,
দুঃখের কাহন ফেলে যেন আনন্দ পাই ফিরে |


আমার মাথায় রেখো মাগো আশীর্বাদের হাত,
আসুক বাঁধা আসুক বিপদ সইব সবাঘাত |


এমনি করেই পাবো মোরা মোদের সাধের ঘর,
সেই আশাতেই কাটিয়ে দেব কঠিন রণের ঝড় |


আমার ছড়া শেষ হলো ভাই সবাই ভালো থেকো,
মা বাবা আর ভাই বোনেদের আনন্দেতে রেখো |