সেই যে কখন ভোর হয়েছে
প্রিয়ের রবির কিরণে |
দুপুর না হয় গড়িয়ে গেছে,
বিকেল যে আজ থমকে দাঁড়ায় শত হাজার বারণে |


ভোরের কাছে তাইতো শুধাই  
ওই যে সেদিন আলোর ছটা
সাজিয়েছিল নতুন ঘটা,
হঠাৎ এনে বসন্ত |


ভোর বলে যায়
রিক্ত তুমি, তাইতো দিলাম
তোমায় আমি
বিকেলের ওই দিগন্ত |


দিগন্তের ওই রঙিন নেশায়
এক এক টা দিন শেষ হয়ে যায়
জীবন আমার অটুট থাকে
চলি আমি অনন্ত |