দামি সাবান মেখে,
পরিশ্রুত স্নান ঘরের ঝর্ণা তো শরীরের নোংরা আর মৃত কোষকে ধুয়ে দেয় ।
তাতে শরীরের ত্বক সত্যিই নির্মল দেখায় ।


এই ভ্রমে, গামছা হয়ে জড়িয়েছিলাম তোমার নরম শরীর,
তোমার শরীরের গড়িয়ে পড়া এক এক জলবিন্দু,
গামছার চার সুতোর চতুর্ভুজে অনেক আতসকাঁচ সৃষ্টি করতো সেদিন,
তাই দিয়ে দেখতাম তোমার ক্ষুদ্র প্রানের প্রসারিত রূপ ।


সেদিন বুঝিনি, পরিশ্রুত স্নানের পর ব্যবহৃত গামছাও একদিন নোংরা হয়,
তাই আমি আজ খুব কালো,
মূল্যহীন আর ব্যাবহারের অযোগ্য,
শুধু তোমার দেওয়া কালিমা নিয়ে,
ঝাপসা আতসকাঁচে শুভ্রতা আনতে ব্যাকুল,
চন্দ্রা-দীপ্তিতে ।