সৃষ্টির মাঝে কত অপূর্ব ছোয়া,
হৃদয়ে দোল খায় এ কোন হাওয়া?
ভালবেসে চোখে চোখ লজ্জায় শিহরণ,
করবে কি নতুন করে আমায় বরন?
মুখে বলে দূরে ঠেলে পাবে পরিত্রান,
মন থেকে ছুড়ে ফেললে প্রেমে অসম্মান!
ভালবাসা বলে কয়ে আসলেই হত,
বাধা দিতাম দু'হাত জোরে, করুণায় কত।
মন সে তো লাগামছাড়া অশ্বের মত,
ধরা পরার পরে হায় আফসোস যত।
এখন আর লাভ কি, দূরে ঠেলে বল
পারবেনা তা তো জানি, অংক কষে চল।
ঝড় হোক যতই মন্দ ভিত্তি করে ভাল,
প্রতিটি বিপদে জোড়া হাত ধরে চল।
পাশে লোকের কথাগুলো সব কি সত্যি হয়?
জানিনা আমি তো আর, কি করে ওরা কয়!
যদি না পার জীবন সাজাতে নতুন রঙে,
বলবে তখন তোমারি দোষ, আমরা জানি নহে।
বুঝতে প্রেমের আবেগটুকু বেশি সময় নিলে,
হারিয়ে যাবে দূর অজানায় পাবে নাকো ফিরে।
মন যে আজ পর্যাপ্ত সময় তোমায় দিতে চায়,
তাইতো আমি বসে আছি তোমার প্রতিক্ষায়