ইচ্ছে ছিল,
হাতে হাত, রাত কি প্রভাত,
কাটিয়ে সময় অফুরান, ইচ্ছে ছিল।


ইচ্ছে ছিল গায়ক হবো,
তোমায় নিয়ে গান রটাবো,
কলম হাতে নির্ঘুম রাত, প্রভাত হলে কবি হবো, ইচ্ছে ছিল।


ইচ্ছে ছিল দূর দিগন্ত,
পারি দিয়ে ক্লান্ত হবো,
তোমার কোলে মাথা রেখে, শীতল ছোয়ায় শান্ত হবো, ইচ্ছে ছিল।


ইচ্ছে ছিল ঘন সবুজ,
তোমায় নিয়ে পাড়ি দিবো,
গা ছম ছম দূর্গম পথ, জড়িয়ে ধরে ভয় কাটাবো, ইচ্ছে ছিল।


ইচ্ছে ছিল জল রাশির,
নীল দিগন্তে হারিয়ে যাবো,
আধার নেমে পূর্নিমাতে, দু'জন মিলে চোখ জুড়াবো, ইচ্ছে ছিল।


ইচ্ছে ছিল বাঁশি হাতে,
তোমায় নিয়ে সুর বানাবো,
ঢেউয়ের তালে ডিঙি নৌকায়, নদীতে সেই সুর ছড়াবো, ইচ্ছে ছিল।


ইচ্ছে ছিল ঘুরবো বেশ,
দেশ হতে দেশ ছুটে যাবো,
ক্লান্ত যখন আমরা দু'জন, তারা গুনে রাত কাটাবো, ইচ্ছে ছিল।


ইচ্ছে ছিল দূর পাহাড়ে,
তার কোলেতেই নীড় বানাবো,
প্রভাত মেঘের জলরাশি, ছুয়ে তোমার ঘুম ভাঙাবো, ইচ্ছে ছিল।


ইচ্ছে গুলোর কঠিন সময়,
হাতটা ধরে কাটিয়ে দিব,
শেষ জীবনে ইচ্ছে পূরন, তৃপ্তি নিয়ে মুক্ত হবো, ইচ্ছে হলো।