তুমি আবেগ,
তুমি পরশ,
তুমি অদেখা প্রেমের আরশ।


তুমি উষ্ণ,
তুমি ছায়া,
উত্তপ্ত রোদের বাতাসে, মিলিয়ে শীতল ছোয়া।


তুমি মেঘ,
তুমি বৃষ্টি,
আঙুলে পরশ, হেটে বহুদুর, নতুন পথের সৃষ্টি।


তুমি তন্দ্রা,
তুমি কল্প,
নির্ঘুম রাতের একাকিত্বে, চাওয়া গুলো তাই অল্প।


তুমি ভোর,
তুমি শিশির,
মিষ্টি আলোয় জেগে ওঠা পাখির কিচিরমিচির।


তুমি স্পর্শ,
তুমি ছোয়া,
শত অভিমান, নিঃস্ব এ প্রান, নতুন করে চাওয়া।


তুমি কান্না,
নোনা জল,
পাবার আশায় দিন গুনে আঁখি ছলছল।


তুমি ঝর্ণা,
তার সুর,
চির বহমান ছন্দ মনে লাগে সুমধুর।


তুমি আমার,
নও কারো,
চিন্তা ছেড়ে বদ্ধ মনে আমায় তোমার করো।


তুমি উচ্ছ্বাস,
তুমি হাসি,
তাই পাগলামিকে গ্রহন করে তোমায় ভালবাসি।