সে আসে,
গগন রাগিয়ে,
আকাশ চমকিয়ে,
সে আসে।


চারদিক আধার করে,
ভয়াল গর্জন করে,
হঠাৎ গুরুম করে,
সে আসে।


নতুন বছরের অতিথি হয়ে,
বর্ষার ডাক নিয়ে,
ব্যাঙ এর ঘ্যাঙর আর,
মাছের ঝাক নিয়ে,
সে আসে।


প্রকৃতির জীবন নিয়ে,
খাল-বিল পানি দিয়ে,
ভরাতে সে আসে।


খরার জম হয়ে,
শান্তির একরাশ নিয়ে,
গরমকে ভাগাতে,
সে আসে।


আকাশে বাতাসে ভেসে,
ঘুরে ঘুরে সে,
ফিরে আসে।


প্রতিবছর রাজকীয় বেশে,
বিরহিণীর কেশে,
ঠাণ্ডা নিশ্বাস নিয়ে,
সে আসে।


হে বৃষ্টি, তোমাকে আহ্বান,
তুমি এসো।


সখিপুর, ১৩ই মে ২০১৬