যাত্রা শুরু,
লেপের মোহ ভেঙ্গে
জেগেছে শহর, বন্দর।
আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি,
কি এই মনের দাবী?
করে যে উড়ুউড়ু।


শীতের এক টুকরো রোদ
মুখের উপর পরেছে ,যেন বারুদ।
কোয়াশায় প্রচ্ছন্ন আকাশ,
ঠান্ডা উত্তুরে বাতাস
হঠাৎ যেন ফুড়ুৎ।


অনেক ভেবে খুঁজে না পাই,
ক্ষান্ত হয়ে গগনে তাকাই
হেসে বলে সেই রোদ্দুর,
ক্ষান্ত কেন? যেতে হবে বহুদুর।