ঝুম বৃষ্টি নেমেছে,
পাখি ডাকার আগেই,
ডেকে উঠেছি আমি।


কুয়াশা পরেছে,
অস্পষ্টতায়,
হারিয়ে গিয়েছি আমি।


শীত পরেছে,
শিমুল ডালের নিচে
এক টুকরো রোদ
লুফে নিয়েছি আমি।


রাস্তায় রাস্তায়,
খেজুরের রস পরেছে,
হাত পেতেছি আমি।


সন্ধ্যার বাতাসে,
ফড়িং উড়েছে,
ধরে নিয়েছি আমি।


বর্ষার দিনে,
কাদা পেলেই,
পরে গিয়েছি আমি।


জ্যৈষ্ঠের দিনে,
ফল ধরেছে,
গ্রাস করেছি আমি।


জলপাই ডালে বসে,
অনেক হেসেছি আমি।


বৃষ্টি নেমেছে,
ভিজেই চলেছি আমি।


সময় নেই,
হাটার নামে,
দৌড়ে চলেছি আমি।


কত স্মৃতি,
নাড়া দিয়ে যায়,
তবুও,
সন্ধ্যে চলে আসে।