যখন তাকাই বাংলার স্বাধীনতায়
কিংবা লাল সবুজের পতাকা পানে;
তখন প্রতিচ্ছবিতে দেখি মুজিব তোমায়
দেখি বাঙালির প্রতিটি প্রাণে।


তোমার রাজনীতিতে ছিলো না স্বার্থের টান
ছিলো বাঙালির মুক্তির দর্শন;
স্বাধীনতায় তোমার ভূমিকা ছিলো মহান
অধিকার আদায়ের বলিষ্ঠ গর্জন।


বাঙালির জন্যই সর্বদা ভেবেছো তুমি
অদম্য ইচ্ছাশক্তি বহিলো শিরায়;
স্বাধীন করতে এই প্রিয় জন্মভূমি
ইতিহাস হয়ে আছো ধরায়।


তুমি জন্মেছো বলেই স্বাধীনতার জন্ম
এই বাংলা হয়েছে সজীব;
জন্মে বাংলায় ধন্য করেছে তোমার কর্ম
তুমিই যে বাংলার মুজিব।।


প্রকাশ: ১৭ মার্চ ২০২১