সমাজ আজ মাথা নিচু প্রায়
আবৃত অসভ্যের করতলে;
ধর্ষক নামের নরপশুদের পদচিহ্ন
কেনো স্বদেশের পথে চলে!


এক এক করে শুনি তবু আজও
ধর্ষক কেড়ে নিচ্ছে মা-বোনের সম্ভ্রম;
মনুষ্যত্ব তাদের বিদায় নিয়েছে
তারা পশুত্বে মেতেছে চরম।


ওহে বোন কারো প্রলোভনে পড়ে
তোমার চরিত্র বিলিও না অবলীলায়;
ব্লাকমেইল করে রুপ নিবে নিয়মিত ধর্ষণে
বিশ্বাস ভেঙ্গে মেতে উঠবে নিদারুণ খেলায়।


জাহেলী যুগকেও হার মানাচ্ছে আজ
চারিদিকের এই কলঙ্কিত ঘটনা;
নিজেদের কাছেও খুব লজ্জিত লাগছে
স্বাধীন দেশেও এর বিচারে যত বাহানা!


ধর্ষক কোনো দলেই স্থান নেই
সব সমাজেই সে দোষী;
নৈতিক শিক্ষা আর খোদভীতিও জরুরী
আইন প্রয়োগের পাশাপাশি।


ধর্ষণের মতো কলঙ্কগুলো মুচে দিতে
দাঁড়াও গো সবাই রুখে;
জাগ্রতবোধে সোচ্চার হও সবে
পরিবর্তনে এই দূষিত সমাজটাকে।