নতুন একটি অভিজ্ঞতায় আজ বিশ্ববাসী হতাশ
ভাবিয়ে তুলেছে কতো কিছু যে নিগূঢ়ও হলো প্রকাশ;
সারদেশ কিংবা পৃথিবী জুড়ে চলছে লকডাউন
সম্পর্কের মাঝে তারতম্যতায় ঘটেছে আপ-ডাউন।


প্রতিদিনের সব রুটিন গুলো ধারাবাহিকতা হারায়
চার দেয়ালের সংকীর্ণতা কিংবা কারো ভিন্নতায়;
বাড়িয়ে দিয়েছে অনেকের মাঝে অফুরন্ত ভালোবাসা
কেড়েছে আবার কিছু মানুষের সুখের স্বপ্ন আশা।


স্ত্রীর কাছেও স্বামীকে চেনা হয়েছে অনেক সহজ
ধোঁকা দিতে পারেনি স্ত্রীও বটে শুনেছেও যত আরজ;
মাতাপিতা পেয়েছে সন্তানের যত্ন অনাবিল কত আদর
কেউ বা আবার হয়েছে একা আপনও যেনো পর।


শিক্ষকের সাথে ছাত্রের কথন হয়নি আগের মতো
ভুলেছে কেউ কেউ তবুও অনুবাদী স্মরে অবিরত;
খুলেনি অফিস হয়নি কোনো কাজ বন্ধ ছিলো সব
সহকর্মীরও হয়নি জ্ঞাপন নিশ্চুপ কলরব।


বন্ধু কিংবা সহপাঠীরা আজ আছে দূরে সরে
কেউ হয়েছে কলিজার ছায়া কেউ বা স্বার্থের তরে;
কাছের মানুষও হয়েছে তিক্ত মিত্র হয়েছে কেউ
উদাসীনতায়ও যায়নি দেখতে গঙ্গার তরঙ্গ ঢেউ।


দেশের অবস্থা ভয়াবহতায় লকডাউন দিয়েছে সরকার
কেউ বলেছে ভালো করেছে আবার কেউ বলে কি দরকার;
জনগনের তরে সরকার দিয়েছে রিলিফের যতো মাল
কেউ পেয়েছে অকাতরে আবার জর্জরিত কারো হাল।


ভাবেনি তারা সুবিধাবাদীরা লকডাউন হলো সাময়িক
ফায়দা লুটেছে স্বার্থই বুঝেছে লোভী যে তারা অধিক;
আবার আসিবে পৃথিবী হাসিবে সরে যাবে এ ছায়া
করিবে মিতি বুঝিবে যথা কার প্রতি কার মায়া।।