মা তুমি তো জন্ম দিয়েছো
শত যন্ত্রণা সহ্য করে;
নিজের কষ্টটুকু বিলীন করেছো
বুকে টেনে সীমাহীন আদরে।


মা তুমি তো সন্তানকে রেখে
খাবার দাওনি গো মুখে;
সন্তানের নামে যতো বঞ্চনা
দিয়েছো তুমি রুখে।


মা তুমি তো কখনো
নিজের খেয়াল রাখো নি;
সন্তানের চিন্তায় মগ্ন তুমি
সে না হাসলে তুমিও হাসো নি।


মা তুমি তো ঘুমাও সবার শেষে
ঘুম পারিয়ে তোমার খোকাকে;
তবুও প্রভাতে তুমিই জাগিয়ে দাও
তুমি ছাড়া ঘুম ভাঙে না পাখির ডাকে।


মা তুমি তো মস্ত বড় অভিনয়কারী
বুঝতে দাও না মোদের কভু;
আছে যে তোমার চোখে বারী
এ যে এক সুনিপুণ গুন দিয়েছেন প্রভূ।


মা তবুও আজ আমি
তোমাকেই কষ্ট দেই;
সত্যি গো মা তোমার মতো
এই ধরায় আর কেউ নেই।।